সিলেট: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অঞ্চলের কমিশনার ড. একেএম নুরুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চেম্বার কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে ভ্যাট ও অন্যান্য রাজস্ব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর ও রাজস্ব আদায়ে সিলেটের ব্যবসায়ীরা অত্যন্ত আগ্রহী উল্লেখ করে মতবিনিময় সভায় ব্যাবসায়ী নেতারা বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
অন্যদিকে ভ্যাট, ট্যাক্স আদায়ের জন্য রাজস্ব কর্মকর্তাদের চাপের ফলে তারা হতাশায় ভুগছেন। এরকম পরিস্থিতি চলতে থাকলে ব্যবসা-বাণিজ্য ধ্বংসের মুখে পতিত হবে। তাই তারা ভ্যাট আদায়ের ক্ষেত্রে হয়রানী এবং অতিরিক্ত চাপ সৃষ্টি না করার জন্য রাজস্ব কর্মকর্তাদের অনুরোধ জানান।
এছাড়াও প্যাকেজ ভ্যাট সিস্টেম চালু রাখার অনুরোধ জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে কর কমিশনার একেএম নুরুজ্জামান ব্যবসায়ীদের সুবিধার্থে প্যাকেজ ভ্যাট সিস্টেম চালু রাখার আশ্বাস প্রদানসহ ভ্যাট আদায়ের জন্য ব্যবসায়ীদেরকে অহেতুক হয়রানীর কোনো অভিযোগ পাওয়া গেলে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় চেম্বারের পরিচালকবৃন্দসহ সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫