ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রামুতে ১,২, ৫ টাকার কয়েন-নোট নিচ্ছে না ব্যবসায়ীরা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
রামুতে ১,২, ৫ টাকার কয়েন-নোট নিচ্ছে না ব্যবসায়ীরা

রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলায় ১, ২ ও ৫ টাকার কয়েন ও নোট নিচ্ছে না পাইকারি ব্যবসায়ীরা।

উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী রামু ফকিরা বাজার ও তেমুহনীর অধিকাংশ পাইকারি দোকানের মালিক কয়েন ও নোট না নেওয়ায় ভোগান্তিতে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা।


 
এ ঘটনায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খুচরা ব্যবসায়ীরা।
 
পাঁচ টাকা পর্যন্ত মুদ্রা না নেওয়া ব্যবসায়ীরা হলেন- রামু ফকিরা বাজারের মোস্তাক সওদাগর, ওসমান সওদাগর, মেসার্স বিসমিল্লাহ সওদাগর, অরুন সওদাগর ও তেমুহনী ছৈয়দ সওদাগর।

রামু ফকিরা বাজারের ফুলবন বেকারির মালিক বাংলানিউজকে জানান, উল্লেখিত পাইকারি মুদির দোকানিরা ১, ২, ৫ টাকার কয়েন ও নোট নেওয়া বন্ধ করে দিয়েছে। এ কারণে খুচরা ব্যবসায়ীরা সারাদিন দোকানে বেচা-বিক্রি শেষে পাইকারি দোকানদারদেরকে আমদানির টাকা পরিশোধ করতে গেলে ভোগান্তির শিকার হচ্ছেন।

মোস্তাক আহমদ বাংলানিউজকে বিষয়টি অস্বীকার করে জানান, শুধু ছেঁড়া টাকা নেওয়া হচ্ছে না।  

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।