খুলনা: প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া পরিশোধ ও ২০ শতাংশ মহার্ঘভাতা দেওয়াসহ পাঁচ দাবিতে খুলনা-যশোর অঞ্চলের আট রাষ্ট্রায়ত্ত পাটকলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্ব স্ব মিলের গেটের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
মিলগুলো হচ্ছে- খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, খালিশপুর জুট মিল,আলীম, ইস্টার্ন এবং যশোরে জেজেআই ও কার্পেটিং জুট মিল।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বলেন, বিজেএমসি’র ২৬টি পাটকলে পাট কেনার অর্থ বরাদ্দ, শ্রমিকদের মহার্ঘ ভাতা, ২০১০ সালের প্যাকেজিং আইন বাস্তবায়ন, সরকারিভাবে পাটকে কৃষিপণ্য রূপান্তরিত করে ২০ শতাংশ ভতুর্কি, বিজেএমসি’র পাটকলগুলোতে এলপিআর চালু, আলীম জুট মিলকে রাষ্ট্রীয়করণ, খালিশপুর ও দৌলতপুর জুটমিল বিজেএমসি’র ন্যায় চালাতে হবে।
বিজেএমসি’র আওতাধীন প্লাটিনাম এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কাওসার মৃধা বাংলানিউজকে বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি বাস্তবায়নের লক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া ২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় খালিশপুর ক্রিসেন্ট গেটে বিআইডিসি রোডে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫