ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশি ব্যাংকের সিইও পদও ৩ মাসের বেশী শুন্য থাকা যাবেনা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
বিদেশি ব্যাংকের সিইও পদও ৩ মাসের বেশী শুন্য থাকা যাবেনা

ঢাকা: বাংলাদেশে কার্যরত সকল বিদেশি ব্যাংকের স্থানীয় নির্বাহী প্রধানের পদ এখন থেকে একাদিক্রমে ৩ মাসের বেশী শুন্য থাকা যাবেনা। যা এতোদিন শুধু দেশে কার্যরত স্থানীয় ব্যাংকের জন্য প্রযোজ্য ছিল।



ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বুধবার(২৫ ফেব্রুয়ারি’২০১৫) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী মো. ফিরোজ বিন আলমের সই করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি ব্যাংকের স্থানীয় প্রধান নির্বাহী পদে কোনো বিদেশি নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের কর্মানুমতিসহ প্রয়োজনীয় তথ্যাবলী উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।