ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০ শতাংশ মহার্ঘ্যভাতার দাবিতে খুলনায় শ্রমিকদের জনসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
২০ শতাংশ মহার্ঘ্যভাতার দাবিতে খুলনায় শ্রমিকদের জনসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া পরিশোধ ও ২০ শতাংশ মহার্ঘ্যভাতাসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের আট রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা জনসভা করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় খালিশপুর বিআইডিসি রোডে এ জনসভা অনুষ্ঠিত হয়।



রাষ্ট্রায়ত্ত আট মিলগুলো হলো খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, খালিশপুর জুট মিল,আলীম, ইস্টার্ন এবং যশোরে জেজেআই ও কার্পেটিং জুট মিল।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিলস সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক সোহরাব হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্লাটিনাম জুবিলি জুট মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক সরদার মোতাহার উদ্দিন।

জনসভায় শ্রমিক নেতারা বলেন, বিজেএমসি’র ২৬টি পাটকলে পাট কেনার অর্থ বরাদ্দ, শ্রমিকদের মহার্ঘ্য ভাতা, ২০১০ সালের প্যাকেজিং আইন বাস্তবায়ন, সরকারিভাবে পাটকে কৃষিপণ্যে রূপান্তরিত করে ২০ শতাংশ ভতুর্কি, বিজেএমসি’র পাটকলগুলোতে এলপিআর চালু, আলীম জুট মিলকে রাষ্ট্রীয়করণ এবং খালিশপুর ও দৌলতপুর জুটমিল বিজেএমসি’র মতো চালাতে হবে।

বিজেএমসি’র আওতাধীন প্লাটিনাম এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কাওসার মৃধা বাংলানিউজকে বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া পরিশোধ ও ২০ শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়াসহ পাঁচ দফা দাবিতে দীর্ঘদিন থেকে খুলনা-যশোর অঞ্চলের আট রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা আন্দোলন করে আসছেন।

তিনি অবিলম্বে শ্রমিক-কর্মচারিদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।