ঢাকা: ৪ মাসের বকেয়া বেতন ভাতাসহ ও বন্ধ চুনজি গার্মেন্ট কারখানা খুলে দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিকরা।
রোববার(১ মার্চ’২০১৫) বেলা ১১টায় তারা বাড্ডার কারখানার নিচে জড়ো হয়।
এ সময় কারখানাটির একজন শ্রমিক বাংলানিউজকে জানান, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের বেতন দেয়া হয়নি। কোনো নোটিশ ছাড়াই ডিসেম্বরের ৩০ তারিখে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও আমরা চুপ করে ছিলাম। কিন্তু গত দুই মাসে আমরা কোথায় কাজ না পেয়ে রাস্তায নেমে এসেছি।
আমাদের ৪ মাসের বকেয়া বেতন যেমন পরিশোধ করতে হবে ঠিক তেমনি কারখানা খুলে দিতে হবে। আমরা কাজ করে বাঁচতে চাই।
এ বিষয়ের টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক তপন সাহা বাংলানিউজকে বলেন, কারখানা বন্ধ করে দেয়ার সময় থেকেই আমি চুনজি এর শ্রমিকদের সাথে ছিলাম। বিনা নোটিশে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। এটা আইন সঙ্গত নয়। তারওপর ৪ মাসের বেতন বকেয়া আছে।
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোনো বেতন পায়নি কারখানাটির শ্রমিকরা।
বাংলাদেশ সময়ঃ ১৩১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫