ঢাকা: মালিকের সন্ধান চেয়ে ও বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করেছেন জেমিনি গার্মেন্টসের শ্রমিকরা।
সোমবার (০২ মার্চ) বেলা ১১টার দিকে ঘেরাও কর্মসূচি শুরুর পর বিজিএমইএ কর্তৃপক্ষ জেমিনি গার্মেন্টসের মালিককে খুঁজে বের করার আশ্বাস দিলে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন শ্রমিকরা।
দুপুর ১টার দিকে অতিরিক্তি সচিব রফিকুল ইসলাম বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে আন্দোলন স্থলে এসে ওই গার্মেন্টস মালিককে দুই দিনের মধ্যে খুঁজে বের করার এ আশ্বাস দেন।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে বিজিএমইএ ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন ওই গার্মেন্টসের তিন শতাধিক শ্রমিক।
জেমিনি গার্মেন্টসের শ্রমিক রেহানা জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। তারপরও আমরা কাজ করে যাচ্ছিলাম। কিন্তু এখন মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এর আগেও তিনি একবার পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা সেই সময় তাকে ধরে ফেলেছিলাম।
এদিকে গার্মেন্টসের বিদ্যুৎ বিল বাকি থাকায় রোববার (০১ মার্চ) লাইন কেটে দেওয়া হয়েছে। কারখানাও এখন বন্ধ। আমরা কি করবো বুঝতে না পেরে এখানে এসেছি-যোগ করেন তিনি।
বিজিএমইএ ভবনের সামনে জেমিনি গার্মেন্টসের শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন’র সাধারণ সম্পাদক তপন সাহা।
তিনি বাংলানিউজকে বলেন, আমরা এর আগেও জেমিনি গার্মেন্টসের শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে বৈঠক করেছিলাম। বকেয়া বেতন পরিশোধ করে দিবেন বলে মালিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বেতন না দিয়ে তিনি ফেব্রুয়ারি মাসেও পালানোর চেষ্টা করেছিলেন। এখনতো বিদ্যুৎ সংযোগ না থাকায় কারখানাই বন্ধ হয়ে যাচ্ছে। এ শ্রমিকরা এখন কোথায় যাবেন?
বুধবারের (০৪ মার্চ) মধ্যে মালিককে খুঁজে বের করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে না দেওয়া হলে বৃহস্পতিবার (০৫ মার্চ) থেকে ফের আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তপন সাহা।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫