ঢাকা: বকেয়া কর আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) জোরদার করার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
মঙ্গলবার (০৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে কর মামলাগুলো এডিআর’র মাধ্যমে সমাধান বিষয়ে এক সভায় তিনি এ নির্দেশ দেন।
আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের মামলায় প্রায় ২৮ হাজার কোটি টাকা আটকে রয়েছে বলে সভায় জানানো হয়েছে।
মামলা দ্রুত নিষ্পত্তিতে করদাতাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন পর্যায়ে ওয়ার্কশপ, সেমিনার, মতবিনিময় ও প্রচারণা চালাতে কর্মকর্তাদের নির্দেশ দেন চেয়ারম্যান।
বিকল্প বিরোধ পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ে কর, মূসক ও শুল্ক সংশ্লিষ্ট অনিষ্পন্ন মামলা নিষ্পত্তি করে কর আদায় সহজ হবে বলে মনে করেন চেয়ারম্যান।
সভায় জাতীয় রাজস্ব বোর্ড সদস্য বেগম জাহান আরা সিদ্দিকী, কালিপদ হালদার, খন্দকার মো. আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫