ঢাকা: কোনো অনিশ্চয়তা না দেখা দিলে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে সাড়ে ৬ শতাংশ হবে বলে মন্তব্য করেছেন আইএমএফ’র প্রতিনিধি দলের প্রধান রবার্ট রিগো কুবেরু।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তেলের দাম সমন্বয়ের ব্যাপারে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা- সাংবাদিকদের এরকম একটি প্রশ্নে জবাবে তিনি বলেন, এ ব্যাপারে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সরকার।
ঢাকায় স্বাচ্ছন্দ্যে কাজ করলেও হরতাল-অবরোধের অনিশ্চয়তায় ঢাকার বাইরে যেতে পারেননি বলেও জানান তিনি।
বাংলাদেশ সফরে আসা আইএমএফ’র প্রতিনিধি দলটি এর আগে অর্থমন্ত্রীসহ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে করে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫