ঢাকা: ২০১৪-১৫ অর্থ বছরের আট মাসে মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৮ শতাংশ।
২০১৩-১৪ অর্থবছরের একই সময় যা ছিল ৩৬ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইএমইডি সূত্র জানায়, চলতি অর্থ বছরে সংশোধিত এডিপির মোট আকার ৭৫ হাজার কোটি টাকা। এরমধ্যে স্থানীয় মুদ্রা ৫০ হাজার ১০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
এডিপি বরাদ্দের মধ্য থেকে প্রথম সাত মাসে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগ খরচ করেছে ৩০ হাজার ৮৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থ তহবিল (জিওবি) ২০ হাজার ৯২৭ কোটি এবং প্রকল্প সাহায্য ৯ হাজার ৯৭১ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫