ঢাকা: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ভোক্তাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে বাজারে এনেছে ‘অলিম্পিক লাইট বাইট’ সুগার ফ্রি বিস্কুট। বাছাইকৃত গমের আটা থেকে উত্পাদন করে বিস্কুটটির গুণাগুণ নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে অলিম্পিক কর্তৃপক্ষ বলেছে, ‘অলিম্পিক লাইট বাইট’ সুগার ফ্রি বিস্কুটে কোনো চিনি দেওয়া হয় না, যা ডায়াবেটিস ও বাড়তি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এই বিস্কুটে বিভিন্ন গুণাগুণ রয়েছে, যা নির্দিষ্ট হারে রক্তে এনার্জি উত্পাদন করে এবং তা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়। যার ফলে রক্তে দ্রুত সুগার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না।
অলিম্পিক লাইট বাইট সুগার ফ্রি বিস্কুটে কোনো কোলেস্টেরেল নেই, যা হূদপিণ্ডকে সুরক্ষিত রাখে। স্বাস্থ্য সচেতন ও ডায়াবেটিক রোগীদের জন্য ফ্রেশ ও মচমচে স্বাদের ‘অলিম্পিক লাইট বাইট’ সুগার ফ্রি বিস্কুটটি খেতে অত্যন্ত মজার ও সুস্বাদু। অলিম্পিক লাইট বাইট সুগার ফ্রি বিস্কুটের প্রতি প্যাকের ওজন ৮৫ গ্রাম ও খুচরা মূল্য ২০ টাকা মাত্র।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫