ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে যৌক্তিক কোনো সমাধান দেবেন, এমনটাই আশা করেছিলাম।
রোববার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিল ও প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
বাংলাদেশ স্পেশালইজ টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন দেশে চলমান হরতাল-অবরোধ, পেট্রোল বোমায় নিহত মানুষের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং অর্থনৈতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডসহ নেতিবাচক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদে এ প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করে।
আকরাম উদ্দিন বলেন, খালেদা জিয়া যৌক্তিক কোনো সমাধান না দিয়ে অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেন। তিনি জানেন না, অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে তিনি কখনও যৌক্তিক সমাধান পাবেন না।
তিনি বলেন, চলমান হরতাল অবরোধের কারণে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে পড়ছে। পেট্রোল বোমা ও বাসে অগ্নিকাণ্ডের কারণে এরইমধ্যে শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশের উন্নতি ষড়যন্ত্রকারীদের পছন্দ নয়। তারা চায় দেশ পাকিস্তানের মত অকার্যকর রাষ্ট্রে পরিণত হোক।
দেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তার কথা বিবেচনা হলেও হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা উচিৎ বলে মন্তব্য করেন আকরাম উদ্দিন।
বিএসটিএমআই-এর প্রেসিডেন্ট আজিজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন আহমেদ, আবু সাইদ মিয়া, মো. হেলাল উদ্দিন, আবুল কাশেম, আহসান হাবিব চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫