ঢাকা: রাজনীতির নামে হরতাল-অবরোধ দিয়ে ব্যবসায়ীদের ধ্বংস না করে উন্নয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
সোমবার (১৬ মার্চ) দুপুর দেড়টার দিকে এফবিসিসিআই সম্মেলন কক্ষে কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের অবদান সবচেয়ে বড়। কিন্তু হরতাল-অবরোধের কারণে ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজনীতির নামে হরতাল-অবরোধ দিয়ে ব্যবসায়ীদের এভাবে ধ্বংস না করে উন্নয়নের সুযোগ দিতে হবে। যাতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে।
এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি ও কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টদের সভাপতি মোনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫