ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবি ব্যাংকের ‘মোবাইল টপ-আপ’ সেবা চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
এনআরবি ব্যাংকের ‘মোবাইল টপ-আপ’ সেবা চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এন আর বি ব্যাংক লিমিটেড গ্রাহকদেরকে ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং সুবিধা ব্যবহার করে মোবাইল টপ-আপ প্রদান করার জন্য সফটওয়্যার শপ লিমিটেডের(এস এস এল ওয়্যারলেস) সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

সোমবার(১৬ মার্চ, ২০১৫) এ চুক্তি সই হয়।



এন আর বি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার মুখলেসুর রহমান এবং এস এস এল ওয়্যারলেস এর ম্যানেজিং ডিরেক্টর, সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

নতুন এই সেবার মাধ্যমে এন আর বি ব্যাংক গ্রাহকরা যে কোনো সময় যে কোন স্থান থেকে ইণ্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তাদের মোবাইল ফোনের ব্যালেন্স রিচার্জও ওয়াইম্যাক্স এর বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে এন আর বি ব্যাংক লিমিটেডএর হেড অফ আইটি ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল অপারেশনস মামুন সিরাজী ও হেড অফ রিটেইল ব্যাংকিং রাহাত শামসসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং এস এস এল ওয়্যারলেস এর জেনারেল ম্যানেজার আশিষ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।