ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘গ্লোবাল মানি উইক’ শেষ হচ্ছে বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
‘গ্লোবাল মানি উইক’ শেষ হচ্ছে বুধবার

ঢাকা: তরুণ উদ্যোক্তা হতে উৎসাহ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট হলে আয়োজিত 'গ্লোবাল মানি উইক-২০১৫' শেষ হচ্ছে বুধবার (১৮ মার্চ)।
সপ্তাহব্যাপী উৎসবটি শুরু হয়েছিল গত ৯ মার্চ।



যৌথভাবে এর আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক।

রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

বুধবার (১৮ মার্চ) সমাপণী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের প্রধান অতিথি থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান।

এছাড়া দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অর্থনীতিবিদ এবং গবেষকদের সমাপণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।