ঢাকা: আবহাওয়ার আগাম সতর্ক বার্তা এবং পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে ডপলার রাডার প্রতিস্থাপনে আর্থিক অনুদান দিচ্ছে জাপান।
বুধবার (১৮ মার্চ) বিকেলে শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং জাপানের পক্ষে জাইকার প্রধান প্রতিনিধি মিকো হাতাইদি সই করেন।
আর বিনিময় চুক্তিতে সই করেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোসিমা।
‘দ্য প্রজেক্ট ফর ইম্প্রুভমেন্ট অব মেট্রোলজিক্যাল রাডার সিস্টেম ইন ঢাকা অ্যান্ড রংপুর’ প্রকল্পের আওতায় ডপলার রাডার প্রতিস্থাপন করা হবে।
এই প্রকল্পে প্রায় এক কোটি ৮২ লাখ টাকা (২৪ মিলিয়ন জাপানিজ এন) দেবে জাপান সরকার।
সংশ্লিষ্টরা জানান, জাপানি অনুদানে গাজীপুর ও রংপুরে অবস্থিত ‘আবহাওয়া রাডার সিস্টেমের আধুনিকায়নসহ ওই রাডার দু’টিতে অত্যাধুরিক ডপলার রাডার প্রতিস্থাপন করা হবে।
এতে আবহাওয়া সংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ পূর্বক দুর্যোগের তথ্য পাওয়া সহজ হবে।
ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। বাংলাদেশের উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
একই সঙ্গে দেশের দুর্যোগ মোকাবেলাতেও জাপানি অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
এর আগে ১৯৮৬ সালে ঢাকা, রংপুর, কক্সবাজার, খেপুপাড়া এবং মৌলভীবাজারে রাডার স্টেশন প্রতিস্থাপনে ঋণ সহায়তা দেয় জাপান।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫