ঢাকা: নারায়ণগঞ্জের মুন স্টার মার্কেটিং (প্রা.) লিমিটেডের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক পরিশোধ না করে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের নিষিদ্ধ কসমেটিকসের খালি কন্টেইনার রাখার দায়ে এ মামলা করা হয়।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর মগবাজারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক ড. মইনুল খান এ কথা জানান।
এরআগে গত ৪ মার্চ নারায়ণগঞ্জ মুন স্টার কারখানায় র্যাব-১০ ও মূসক (ভ্যাট) অভিযান চালিয়ে অবৈধ কসমেটিকস জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
তিনি আরো জানান, কারখানার মালিক মোহাম্মদ বেলায়েত হোসেন শুল্ক পরিশোধ না করে অবৈধভাবে এসব কসমেটিকস বাংলাদেশে আনেন। এসব কসমেটিকস ও কন্টেইনারের কান্ট্রি অব অরিজিন বিভ্রান্তিকর ছিল।
এসব পণ্য দীর্ঘ মেয়াদে ব্যবহার করলে তা জনস্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। বাছাইকৃত পণ্যসমূহের মধ্যে এক্স ও ব্রুপ ট্রেড মার্কের স্বত্ত্বাধিকারী ইউনিলিভার বাংলাদেশ রয়েছে।
ড. মইনুল খান বলেন, বিপুল পরিমাণ এ পণ্য কাস্টমস গুদামে হস্তান্তর করা শ্রম, সময় ও ব্যয় সাপেক্ষ হওয়ায় ওই দুটি পণ্যাগার সিলগালা করে দেওয়া হয়েছে।
এসব পণ্যের বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। কাস্টমস আইন অনুসারে এসব পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য দুই কোটি নয় লাখ ৮১ হাজার সাতশ দুই টাকা।
তিনি আরো বলেন, এসব পণ্যে এক কোটি ২৯ লাখ ৯২ হাজার চারশ ৯২ টাকা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে অবৈধ রুটে এসব পণ্য দেশে আনা হয়েছে। এ মামলায় আসামিরা দ্রুত গ্রেফতার হবেন।
** রাজধানীতে ৪০ কোটি টাকার অবৈধ কসমেটিকস জব্দ
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫