ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশকে ২ কোটি ডলারের সুদমুক্ত ঋণ দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
বাংলাদেশকে ২ কোটি ডলারের সুদমুক্ত ঋণ দেবে বিশ্বব্যাংক

ঢাকা: বাংলাদেশকে সুদমুক্ত ২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার (১৮ মার্চ) বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ এ ঋণ অনুমোদন দেয়।



দেশের প্রায় ৫০ লাখ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংক সুদমুক্ত এ ঋণ দিচ্ছে। দরিদ্রতম ২১ জেলার বাসিন্দারা এ ঋণ‍সুবিধা পাবেন।

সোশ্যাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্টের সহায়তায় বিশ্বব্যাংকের এ প্রজেক্টের নামকরণ করা হয়েছে ‘দ্য নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’।

ক্ষুদ্রঋণ থেকে বঞ্চিত অতি দরিদ্রদের এ ঋণ তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে বেগবান করে তুলবে। পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি, কৃষিবিষয়ক জ্ঞান প্রদান এবং যুবকদের কর্মসংস্থানে সৃষ্টিতেও নজর থাকবে এ প্রকল্পে।

এ বিষয়ে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জুট বলেন, দারিদ্র্য হ্রাসে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। গত এক দশকে ১ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসেছে। ৭ কোটি ৭০ লাখ দরিদ্র লোক এখনও উন্নতির প্রধান অন্তরায়। এদের বেশিরভাগই গ্রামে বাস করে।

‘দ্য নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ দরিদ্রদের জীবযাত্রার মান বাড়াতে সাহায্য করবে বলেও উল্লেখ করেন তিনি।


বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।