ঢাকা: বাজারে এসেছে পুঁজিবাজার নিয়ে লেখা বই ‘বেসিকস্ অব ক্যাপিটাল মার্কেট’। বইটির লেখক মার্চেন্ট ব্যাংক এএফসি ক্যাপিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদারের।
শনিবার (২১ মার্চ) রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন সাবেক মন্ত্রী ও এএফসি ক্যাপিটাল লিমিটেড’র চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. হাফিজ উদ্দিন, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।
ইংরেজি ভাষায় লেখা বইটিতে পুঁজিবাজারের ইতিহাস, নানা তত্ত্ব, কর্পোরেট গভর্নেন্স, বিনিয়োগ নিয়মাবলি এবং বাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
বক্তারা বলেন, বইটিতে পুঁজিবাজারের প্রতিটি বিষয় তুলে ধরা হয়েছে। এর আগে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে এ ধরণের বই লেখা হয়নি।
পরবর্তীতে বইটি বাংলা ভাষায় প্রকাশ করার অনুরোধ জনান, একাধিক বক্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫