ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে (জুলাই-মার্চ) নয় মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪৩ শতাংশে। যা আগের বছরের একই সময়ের চেয়ে তিন শতাংশ বেশি।
মঙ্গলবার (০৭ এপ্রিল) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়ে বলেন, নয় মাসে এডিপি বাস্তবায়ন হার ৪৩ শতাংশ, যা গত বছর একই সময়ে ছিলো ৪০ শতাংশ।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় একই সময়ে প্রায় সাত হাজার কোটি টাকা বেশি বাস্তবায়ন হয়েছে।
আইএমইডি সূত্র জানায়, নয় মাসে মোট ৩৬ হাজার ৯৩০ কোটি টাকা এডিপি বাস্তবায়ন হয়েছে। গত বছর একই সময়ে ছিলো ২৯ হাজার ৯শ’ ৪৫ কোটি টাকা।
চলতি অর্থবছরের জন্য মোট ৭৫ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ১শ’ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২৪ হাজার ৯শ’ কোটি টাকা।
তবে অর্থবছরের শুরুতে মূল এডিপিতে মোট বরাদ্দ ছিল ৮০ হাজার ৩১৫ কোটি টাকা (সংস্থার নিজস্ব অর্থায়ন ছাড়া)। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার কথা বিবেচনা সংশোধিত এডিপির বরাদ্দ বাড়ানো হয়। তবে গত বছর সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ ছিলো ৬০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫