ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা বলেছেন, গ্রামের ব্যাংকিং সেবা বঞ্চিত মানুষের জন্যই মোবাইল ব্যাংকিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং (হ্যালো ক্যাশ) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডেপুটি গর্ভনর বলেন, কাগজবিহীন ব্যাংকিং করার ওপর গুরুত্ব দিয়েছে সরকার। এজন্য কেন্দ্রীয় ব্যাংকসহ দেশে কার্যরত সকল ব্যাংককে অনলাইন সেবার আওতায় আসার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজবিহীন ব্যাংকিংয়ের আওতায় প্রতিদিন ১ কোটি ৫ লাখ ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৭ হাজার কোটি টাকা লেনদেন করা হচ্ছে।
নাজনীন সুলতানা আরও বলেন, গ্রামের ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষকে ব্যাংক লেনদেনের সঙ্গে যুক্ত করতে গর্ভনর ড. আতিউর রহমানের নেতৃত্বে কাজ করা হচ্ছে। বর্তমানে ২ কোটি ৫৯ লাখ মানুষ মোবাইল ব্যাংকিং করছেন। এজন্য সকল ব্যাংক সহযোগিতাও করছে।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এসএম শামীম ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান প্রমুখ।
ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সভাপতির বক্তব্যে বলেন, গ্রামের অধিকাংশ মানুষ ব্যাংকের সুবিধা পাচ্ছেন না। তাদেরকে ৬ মাসের মধ্যে মোবাইল ব্যাংকিং সেবার আওতায় আনার চেষ্টা করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফাহ ব্যাংকের পরিচালক হারুনর রশিদ খান, আব্দুল মালেক মোল্লা, খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, নিয়াজ আহমেদ, লিয়াকত আলী চৌধুরী ও খালিদ রহীম।
আল আরাফাহ ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা সব ধরনের অনলাইন ট্রানজেকশন, ক্যাশ ইন-আউট, ইউটিলিটি বিল পরিশোধ, রেমিটেন্স আদান-প্রদানসহ অন্যান্য লেনদেন করতে পারবেন।
২০১৪ সালের এপ্রিল পর্যন্ত মোবাইল ব্যাংকিং করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়েছে ২৮টি ব্যাংক। রোববার পর্যন্ত কার্যক্রম শুরু করেছে ২০টি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫