ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংক ফকিরাপুল শাখার কার্যক্রম শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
জনতা ব্যাংক ফকিরাপুল শাখার কার্যক্রম শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আধুনিক ব্যাংকিংয়ের সব সুবিধা নিয়ে জনতা ব্যাংক ফকিরাপুল শাখার নতুন ভবনের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাজধানীর ১/এ, ডিআইটি এক্সটেনশন রোডে আলাউদ্দিন ভবনের ২য় তলায় ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।



ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল বক্তব্য রাখেন। এছাড়াও মহাব্যবস্থাপক মো. আব্দুছ ছালাম আজাদ ও এস এস এম কামালসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।