ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একনেকে উঠছে কাঁকড়া-কুচিয়া প্রকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
একনেকে উঠছে কাঁকড়া-কুচিয়া প্রকল্প

ঢাকা: দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন ও বেকারত্ব দূর করতে রফতানি করা হবে কাঁকড়া ও কুচিয়া। এই লক্ষ্যে মঙ্গলবার একনেকে উঠছে কাঁকড়া-কুচিয়া চাষ ও গবেষণা প্রকল্প।

এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ২৪ লাখ টাকা।

প্রকল্পের মাধ্যমে বিপন্নপ্রায় কাঁকড়া ও কুচিয়া চাষ প্রযুক্তি উদ্ভাবন, দেশিয় জ্ঞান সম্প্রসারণ ও এর বর্তমান মজুদ নির্ণয় করা হবে।

মৎস অধিদফতরের কর্মকর্তা , কর্মচারী ও সুফলভোগী বিশেষ করে আদিবাসীদের কাঁকড়া ও কুচিয়া চাষ ও ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পের মেয়াদকাল ২০১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট।  

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় একনেক সভায় উঠানো হবে। ময়মনসিংহ, নেত্রকোনা, দিনাজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, কক্সবাজার, নোয়াখালীসহ দেশের অন্যান্য উপযোগী জেলার নির্বাচিত জলাশয়ে এই চাষ করা হবে। ২৯টি জেলার প্রায় ৬৩টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এর পাশাপাশি কাঁকড়া ও কুচিয়া চাষের জন্য মৎস অধিদফতরের আওতাধীন মৎস বীজ উৎপাদন খামারের বিদ্যমান অবকাঠামো ও জলাশয়ের প্রয়োজনীয় সংস্কার করে এতে চাষ করা হবে।

এছাড়া নির্বাচিত এলাকা ব্যতিত প্রকল্পের আওতায় সারা দেশে কাঁকড়া ও কুচিয়া চাষ করা হবে। উপযোগী উপজেলায় কাঁকড়া ও কুচিয়া চাষ সম্প্রসারণের লক্ষ্যে মৎস অধিদফতরের আওতাধীন মৎস বীজ উৎপাদনের ন্যায় কাঁকড়া ও কুচিয়ার বীজ উৎপাদন করা হবে।

প্রকল্পের আওতায় চাষের জন্য নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান প্রদান করা হবে। যাতে করে কাঁকড়া ও কুচিয়া চাষ করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করা
যায়।
 
অপরদিকে প্রকল্পের ডিপিপি’তে নতুন করে কিছু গুরুত্বর্পূর্ণ কাজ অন্তর্ভূক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম ২৪৯টি পুকুরে ‍কাঁকড়া চাষ, ৩২৪টি পুকুরে কাঁকড়া মোটাতাজাকরণ, ৩২৪টি খাচায় কাঁকড়া মোটাতাজাকরণ,  ২৪০টি পুকুরে কুচিয়া চাষ, ১৫টি খাঁচায় কুচিয়া চাষ করা হবে।
অপরদিকে প্রকল্পের আওতায় ৬ হাজার খামারিকে প্রশিক্ষণ দেওয়া হবে। একটি কাঁকড়া হ্যাচারি নির্মাণ করার পাশাপাশি কুচিয়া চাষের জন্য উন্নত মানের বীজ সংগ্রহ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।