পার্বতীপুর (দিনাজপুর): মজুদ শেষ হয়ে যাওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে।
উৎপাদনশীল ১২১২ নম্বর কোল ফেজের উত্তোলনযোগ্য কয়লার মজুদ শেষ হয়ে গেলে সোমবার (৩0 মার্চ) থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।
বর্তমানে নতুন ১২০৮ নম্বর ফেজ থেকে কয়লার উৎপাদন শুরুর প্রস্তুতি চলছে। তবে বন্ধ হওয়া ১২১২ নম্বর ফেজে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১২০৮ নম্বর ফেজে স্থাপন করে পুনরায় কয়লা উত্তোলন শুরু করতে দেড় মাস সময় লাগতে পারে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছে।
১২১২ নম্বর কোল ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয় গত বছরের ১৫ নভেম্বর। এ ফেজ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ টন। সেখানে উৎপাদন করা হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টন কয়লা।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুজ্জামান ও মহাব্যবস্থাপক (মাইনিং) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে তারা জানান, কয়লা উৎপাদন বন্ধ একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি ফেজ থেকে উত্তোলন শেষে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নতুন ফেজে স্থাপনের জন্য ৪০/৪৫ দিন সময় লাগে। এছাড়া এ সময়ে ব্যবহৃত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে ক্রটি-বিচ্যুতি ধরা পড়লে মেরামতের জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয়। এজন্য কয়লার উৎপাদন সাময়িক বন্ধ থাকে।
সব প্রস্তুতি শেষ করে আগামী মে মাসের মাঝামাঝি সময়ে নতুন ১২০৮ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কয়লা উৎপাদন বন্ধ থাকায় পাশের বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান জানান, বর্তমানে খনির কোল ইয়ার্ডে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এ দিয়ে কেন্দ্রটির দুই ইউনিট আড়াই মাস চালু রাখা যাবে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫