ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেনকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে সরকার।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এ নিয়োগ কার্যকর হবে।
সোমবার(৩০ মার্চ’২০১৫) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো এ প্রজ্ঞাপনে বলা হয়, রূপালী ব্যাংকের ‘মেমোরেন্ডাম এ্যান্ড আর্টিকেলস অব এ্যাসোসিয়েশন’ এর ১১৭ ধারা এবং ‘ব্যাংক কোম্পানি আইন ১৯৯১’ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এর বিধান অনুযায়ী সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেনকে রূপালী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫