ঢাকা: বিশ্বের যেকোনো দেশ থেকে ব্র্যাক ব্যাংকে টাকা জমা দিতে পারবেন আর্ন্তজাতিক মানি ট্রান্সফার সংস্থা ট্রান্সফাস্টের গ্রাহকরা।
আর্ন্তজাতিক অর্থ প্রেরণকারী কোম্পানি ট্রান্সফাস্ট এলএলসি’র উদ্যোগে বাংলাদেশে এই প্রথম বিদেশ থেকে তাৎক্ষণিক ব্যাংক ডিপোজিটের নতুন এ সেবাটি চালু হলো।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর এ সুবিধার কথা জানানো হয়।
এজন্য ট্রান্সফাস্ট এলএলসি ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির ফলে বিদেশে থাকা ট্রান্সফাস্টের গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখায় সরাসরি টাকা জমা দিতে পারবেন। বিদেশে টাকা জমা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশে ট্রান্সফাস্টের গ্রাহক নিজের হিসাবে টাকা জমা নেওয়া, ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ অথবা যেকোনো এজেন্টের কাছ থেকে তুলতে পারবেন।
ব্যাংক একাউন্ট ছাড়াও ব্র্যাক ব্যাংকের শাখা, এসএমই ইউনিট অফিস ও বিকাশের মাধ্যমে টাকা তোলা যাবে। ট্রান্সফাস্ট গ্রাহকরা বিদেশ থেকে অনলাইন, মোবাইল ফোন অথবা ট্রান্সফাস্ট এজেন্টের মাধ্যমে বাংলাদেশে পরিবার ও আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাতে পারবেন।
চুক্তি স্বাক্ষরকালে ট্রান্সফাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সভাপতি সামিশ কুমার, এশিয়া ও আফ্রিকা অঞ্চলের পরিচালক সামির ভিডহাটি, বাংলাদেশ প্রধান মোহাম্মদ খায়রুজ্জামান, ব্র্যাক ব্যাংকের হেড অফ রিটেইল সেলস রেমিটেন্স অ্যান্ড পেরোল মামুর আহমেদ, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (বিজনেস ডেভলপমেন্ট রেমিমটেন্স অ্যান্ড রিটেইল ব্যাংকিং) শাহরিয়ার এম জামিল, হেড অফ রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান ও হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জারা জেবিন মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্রান্সফাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সভাপতি সামিশ কুমার বলেন, প্রবাসীদের বাড়তি সুবিধা দিতে ট্রান্সফাস্ট বাংলাদেশের ব্র্যাক ব্যাংকের সঙ্গে এ চুক্তি করেছে। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের তাৎক্ষণিক ও নিরাপদ সেবা দিতে পেরে আমরা আনন্দিত।
ট্রান্সফাস্ট প্রতি বছর বিশ্বজুড়ে ছয় শতাধিক বিলিয়ন ডলারের রেমিটেন্স পরিশোধ ও ট্রান্সফার করে। প্রতিষ্ঠানটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার শতাধিক দেশে তিনলাখের বেশি পেমেন্ট পয়েন্টের মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫