ঢাকা: পদ্মাসেতুর কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ৫ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আতিউর রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বিবি গভর্নর এ কথা জানান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ড. আতিউর রহমান বলেন, গত ছয় বছর ধরে প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হারে বাড়ছে, যা বিশ্বের অন্য কোথাও নেই। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করা হচ্ছে। এ সেতুর নির্মাণ কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে আরও ৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হবে।
চলতি বছর ১৫ বিলিয়ন রেমিটেন্স আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিবি গভর্নর ড. আতিউর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে একটি শক্ত পাটাতনে দাঁড় করিয়েছেন। এখান থেকে সরে আসার আর কোনো সুযোগ নেই।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি নেছার আহমেদ ভূইঁয়া।
অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শফিউল আলম ভূঁইয়া, শহীদ বুদ্ধিজীবী ডা. আলিম চৌধরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ বিবি শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫