বরিশাল: বরিশাল নগরের চকবাজার শাখা সোনালী ব্যাংক থেকে রুস্তম আলী মল্লিক নামে এক গ্রাহকের সাত লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এসময় ব্যাংকে কোনো প্রহরী না থাকায় ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়নি।
নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন জিয়া সড়ক এলাকার মুরগি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত রুস্তম আলী জানান, তিনি বুধবার বেলা ১১টার দিকে এসএমই লোনের টাকা তুলতে ব্যাংকে যান। এসময় ১০ লাখ টাকা থেকে তিনি সাত লাখ টাকা তোলেন। পরে টাকার ব্যাগ নিয়ে ব্যাংকের ভেতরে তথ্য প্রদানকারী কর্মকর্তার টেবিলে বসেন তিনি। এসময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি টাকা পড়েছে বললে পাশে ফ্লোরে ৫শ’ টাকার একটি নোট পড়ে থাকতে দেখি। সেই টাকা তুলতে গেলে ওই ব্যক্তি টাকার ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যান।
গ্রাহকের স্বজন মো. রিয়াজের অভিযোগ, তারা বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে তারা কোনো ভ্রুক্ষেপ করেনি। পরে তারা বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানান।
খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মুরাধ এসে ভিডিও ফুটেজে দেখে ছিনতাইয়ের ঘটনাটি নিশ্চিত হন।
এরপর এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন রুস্তম।
ভিডিও ফুটেজ দেখে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে ব্যাংকের ম্যানেজার সুলতান আহমেদ জানান, ব্যাংকে হেড অফিস থেকে পরিদর্শনে আসায় ব্যাংকে ভিড় ছিল। এছাড়া ব্যাংকে নিরাপত্তা প্রহরী না থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পক্ষে কিছু করা করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫