বেনাপোল (যশোর): জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতে ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২ এপিল) সকাল ৯টা থেকে এ পথে বাণিজ্য বন্ধ রয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, ২ এপ্রিল মহাবীরের জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য হচ্ছে না। তবে বাংলাদেশে ছুটি না থাকায় বেনাপোল বন্দরে পণ্য খালাস ও অফিসিয়াল কার্যক্রম চলছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫