ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোহানা ইলেকট্র্রনিক ব্র্যান্ডের যাত্রা শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
সোহানা ইলেকট্র্রনিক ব্র্যান্ডের যাত্রা শুরু ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ইলেকট্রিক ও ইলেকট্র্রনিক পণ্যের বিদেশনির্ভরতা কমিয়ে দেশীয় মডেলকে জনপ্রিয় করে তোলার দৃঢ় প্রত্যয়ে ঢাকায় যাত্রা শুরু করেছে সোহানা।

ইলেকট্র্রনিক প্রতিষ্ঠান ভিকন ইন্ডাস্ট্রিজ বাজারে নিয়ে এসেছে উন্নত মানের এসব পণ্য।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে গত বৃহস্পতিবার(২ এপ্রিল’২০১৫) আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সোহানার পণ্য বাজারজাতকরণ শুরু হয়।

ভিকন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিজানুর রহমান, সোহানার ব্র্যান্ডিং ডিরেক্টর ফারিয়া মাহবুব পিয়াসা, চিত্রতারকা ওমর সানী, ফেরদৌস, কণ্ঠশিল্পী হায়দার হোসেন, ব্র্যান্ড ম্যানেজার সৈয়দ ইয়াসির আলমসহ কোম্পানির ঊর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিপুলসংখ্যক ডিলারের উপস্থিতিতে এ সময় ফিতা কেটে পণ্যের বাজারজাতকরণ উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মানগত দিক থেকে জাপানি পণ্যের সমতুল্য হলেও ভিকন ইন্ডাস্ট্রিজের আকর্ষণীয় এসব ফ্রিজ, টেলিভিশন ও এয়ারকুলার ভোক্তারা কিনতে পারবেন সাশ্রয়ী মূল্যে।

প্রাথমিকভাবে ২০টি মডেলের রেফ্রিজারেটর, ১৫টি মডেলের টেলিভিশন এবং ৬টি মডেলের এসি নিয়ে সোহানা ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet