ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য সম্প্রসারণ

ভারতের পথ ব্যবহার করতে পারবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
ভারতের পথ ব্যবহার করতে পারবে বাংলাদেশ ছবি: (ফাইল ফটো)

ঢাকা: তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ চুক্তির ফলে বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য ছাড়াও বাংলাদেশ অন্য দেশে বাণিজ্য করতে গেলে ভারতের স্থল, নৌ ও রেলপথ ব্যবহার করতে পারবে।



সোমবার (০৬ এপ্রিল’২০১৫) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত এ চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

উদাহরণ হিসেবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যমান চুক্তির ফলে বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য করতে দুই দেশের পথ ব্যবহার হচ্ছে। বাংলাদেশ নেপাল বা ভূটানের সাথে বাণিজ্য করতে গেলে ভারতের পথ ব্যবহার করতে পারবে।

তৃতীয় দেশের এই বাণিজ্যের আইডিয়া প্রধানমন্ত্রীর জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা একটা বিশাল অর্জন।

সংশোধনের ফলে আগে ৩ বছর থেকে এখন ৫ বছর বাড়বে এই চুক্তির মেয়াদ। ৫ বছর পর পর চুক্তির মেয়াদ অটোমেটিক রেনুয়াল হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তবে কোন দেশ তা না করতে চাইলে নোটিশ দিতে হবে। একে অন্যের পথ ব্যবহারে সমপরিমাণ ফি দিতে হবে। ১ এপ্রিল থেকে এই চুক্তির নতুন ধারা কার্যকর হবে।

১৯৭২ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বাণিজ্য চুক্তি সই হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫/আপডেটেড- ১৬১৫ ঘণ্টা
এমআইএইচ/এমএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet