ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা সোমবার(৬ এপ্রিল ২০১৫) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশ-এর সভাপতি শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দীন এতে সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামেয়াতুল সিদ্দিকীয়া দারুল উলুম(মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ)-এর মুফতী ও মুহাদ্দিস ছাঈদ আহমাদ, ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুর রকীব, আল-জামিয়াতুল ইসলামীয়া, পটিয়া এর মুহাদ্দিস মুফতি শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, ড. মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মানজুরে ইলাহী এবং মারকাযুল উলুম-এর মোহতামিম মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ, মো. মাহবুব-উল আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এনএস/