ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুললেন এক কোটি কৃষক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুললেন এক কোটি কৃষক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

ঢাকা: বর্তমানে এক কোটি কৃষকের দশ টাকার ব্যাংক অ্যাকাউন্ট আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা জানান।



বিবি গভর্নর বলেন, বর্তমানে দেশে ১০ টাকার অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রায় এক কোটি ৩৩ লাখ টাকার। এরমধ্যে প্রায় কৃষক রয়েছেন প্রায় এক কোটি।

‘এখন মায়েদের সঙ্গে শিশুরাও দশ টাকার অ্যাকাউন্ট খুলছে। এ সংখ্যা প্রায় সাড়ে ৮ লাখ। এজন্য আমরা ২০০ কোটি টাকার রিফিনান্সিং চালু করা হয়েছে। প্রতি বছর ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরি করা হচ্ছে,’ যোগ করেন ড. আতিউর।

ব্যাংকিংয়ের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি। প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,  অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, এনবিআর চেয়ারম্যান নবিজুর রহমান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, বিশ্বসাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সম্পাদক বদিউল আলম মজুমদার, নারীনেত্রী খুশি কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet