ঢাকা: চলতি অর্থবছরের বাজেট থেকে কমানো হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
এর আগে চলতি অর্থবছরে বাজেটের আকার নির্ধারণ করা হয়েছিলো ২ লাখ ৫০ হাজার ৫শ’ ৬ কোটি টাকা।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে চলতি অর্থবছরে বাজেটে ৬ শতাংশ প্রবৃদ্ধি পার করেছি। এ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫শ’ ৬ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছিল, তা সংশোধন করে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৩ লাখ কোটি টাকার কাছাকাছি হবে। এর মধ্যে বিদ্যুৎসহ মানবসম্পদ উন্নয়ন অধিক গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনকে আমরা বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেব।
প্রাক-বাজেট আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এনবিআর চেয়ারম্যান নবিজুর রহমান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নারী নেত্রী খুশি কবির, সালমা খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমআইএস/এএ