ঢাকা: চলতি অর্থবছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত শতাংশ থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে তা অর্জন সম্ভব হচ্ছে না। তবে প্রবৃদ্ধি কিছুতেই সাড়ে ছয় শতাংশের কম হবে না।
বুধবার (০৮ এপ্রিল) পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে আয়োজিত ‘বাংলাদেশে টেকসই উপায়ে অতি দারিদ্র্য দূরীকরণ’ বিষয়ক দু’দিনব্যাপী এক সম্মেলনের প্রথম দিনে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, উৎপাদনশীল খাতে প্রবৃদ্ধি বাড়িয়ে দেশে একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা গেলে স্বাভাবিকভাবেই অতি দরিদ্র মানুষের সংখ্যা কমে আসে। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা তিন শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। দরিদ্রতা দূর করা অবশ্যই সরকারের দ্বায়বদ্ধতার মধ্যে পড়ে।
দরিদ্রতা শত্রু উল্লেখ করে মন্ত্রী বলেন, দারিদ্র্য দূর করতে হলে শিক্ষা ও সু-ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ও এ দু’টি বিষয় গুরুত্বের সঙ্গে দেখছে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে দু’টি বিষয়ে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে।
মুস্তফা কামাল আরও বলেন, দরিদ্রতা দূর করতে হলে যে নীতি নির্ধারণ করতে হয়, তাতে সরকারের ইচ্ছা ও জনগণের অংশগ্রহণ একসঙ্গে থাকতে হবে। সেই সঙ্গে গবেষকদের কেউ এমন সুস্পষ্ট সুপারিশমালা দিতে হবে যার উপর ভিত্তি করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় এবং দেশের দরিদ্রতা দ্রুত সময়ের মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়।
এসময় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পানা প্রতিমন্ত্রী এমএ মান্নান, জিইডি সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সচিব সফিকুল আজম, সদস্য হুমায়ন খালিদসহ উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এমআইএস/এএ