ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চিংড়ি রফতানিতে উৎস কর প্রত্যাহারের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
চিংড়ি রফতানিতে উৎস কর প্রত্যাহারের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রফতানির ওপর আরোপিত উৎস কর ও নগদ সহায়তার ওপর অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার চায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)।

বুধবার (০৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি এস এম আমজাদ হোসন এ দাবি জানান।



আমজাদ হোসেন বলেন, কাঁচামাল সংকটের কারণে মাত্র ১৫ শতাংশ উৎপাদন ক্ষমতায় হিমায়িত (চিংড়ি ও মাছ) প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো পরিচালিত হওয়ায় রফতানিকারকদের মধ্যে আভ্যন্তরীণ ও রফতানি বাজারে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। ফলে পণ্য উৎপাদন খরচ বহুগুণে বেড়ে যাচ্ছে। তার ওপর আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতির কারণে রফতানিমূল্য হ্রাস পাওয়ায় কম মূল্যে পণ্য বিক্রয় করতে বাধ্য হচ্ছি। তাই এই খাতে উৎস কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, যেখানে গার্মেন্টস খাতে রফতানির ওপর দশমিক ৩ শতাংশ উৎস কর আদায় করা হচ্ছে সেখানে শত ভাগ দেশিয় কৃষিজ কাঁচামালভিত্তিক হিমায়িত মৎস্য রফতানিতে দশমিক ৬ শতাংশ উৎস কর আদায় করা হয়। যা বৈষম্যমূলক।

নগদ সহায়তার ওপর পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়ে সংগঠনের সভাপতি বলেন, হিমায়িত খাদ্য রফতানিতে নগদ সহায়তার ওপর পাঁচ শতাংশ অগ্রিম কর কর্তন প্রত্যাহারে দাবি করছি। নগদ সহায়তা কোনো লভ্যাংশ নয়। এটা খরচেরই একটি অংশ যা রফতানি মূল্যকে আন্তর্জাতিক বাজারে কমপেটেটিভ করতে সহায়তা করে থাকে।

তিনি বলেন, এছাড়া আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে ইউরো, রুবেল ও ইয়েনের মূল্যস্ফীতি ঘটায় রফতানিমূল্য হ্রাসসহ হরতাল-অবরোধে এ শিল্পের রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাই নগদ সহায়তার ওপর অগ্রিম আয়কর কর্তন বন্ধ করা উচিত।

এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের শুল্ক ও আয়কর বিভাগের সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এডিএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।