ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যানো ও ইজিপেওয়ে চুক্তি

নিউজডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যানো ও ইজিপেওয়ে চুক্তি ছবি: প্রতীকী

ঢাকা: সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান ব্র্যানো ডট কম (branoo.com) এবং অনলাইনে পেমেন্ট প্রতিষ্ঠান ইজিপেওয়ের (EasyPayWay.com) মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রতিষ্ঠান দু’টির ব্যবস্থাপনা পরিচালকেরা নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।



এ চুক্তির মাধ্যমে ব্র্যানোর গ্রাহকদের জন্য ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ সুবিধার পাশাপাশি অনলাইন পেমেন্ট অপশন চালু হয়েছে। যার ফলে ব্র্যানোর গ্রাহকেরা যেকোন ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য কিনতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ব্র্যানো ডট কমের প্রধান নির্বাহী রাজীব রায় জানান, ব্র্যানো তার গ্রাহকদের কথা চিন্তা করেই ইজিপেওয়ের সঙ্গে এই চুক্তি করেছে। ইজিপেওয়ে ব্র্যানোর গ্রাহকদের জন্য সব প্রকার দেশী-বিদেশি ভিসা, মাস্টার এবং নেক্সাস ডেবিট ও ক্রেডিট কার্ড অনুমোদন করবে।

ইজিপেওয়ের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকেব নাঈম জানান, ইজিপেওয়ে বাংলাদেশের অনলাইন পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। বিশ্বের যেকোনো গ্লোবাল ব্যাংকিং এর অনলাইন পেমেন্ট সংক্রান্ত সেবা প্রদান করি আমরা।

অপরদিকে ব্র্যানো কর্তৃপক্ষ ব্র্যানো ডট কমকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান উল্লেখ করে জানায়, ব্র্যানোর মাধ্যমে গ্রাহক অনলাইনেই তাদের পছন্দের আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যটি কিনতে পারবেন। যার মধ্যে থাকছে কসমেটিকস, পারফিউম, জুয়েলারি, কাপড়, বাচ্চাদের ব্যবহারের বিভিন্ন সামগ্রী ইত্যাদি।

ব্র্যানো কর্তৃপক্ষের মতে, ট্র্যাফিক জ্যামের কারণে যারা শপিংমলে গিয়ে কেনাকাটা করতে অনিচ্ছুক তাদের কাছে ব্র্যানো ডট কম হতে পারে একটি অনলাইন শপিং মল।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।