ঢাকা: অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানকে অবিশ্বাস্য দ্রুতগতিতে ঋণ দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামিদেরকে কারাদণ্ডের অতিরিক্ত এক কোটি নব্বই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। যা আসামিরা আনুপাতিকহারে প্রদান করবেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ওরিয়েন্টাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শাহ্ মো. হারুন, সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম মাহামুদুল্লা, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, সি.ও ভাইস প্রেসিডেন্ট তরিকুল আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও সাবেক ডিজিএম ইমামুল হক। আসামিরা সবাই পলাতক আছেন।
২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেছিলেন।
রায়ের বিবরণ থেকে জানা গেছে, ২০০৫ সালের ২৭ আগস্ট ওরিয়েন্টাল ব্যাংকের বাবুবাজার শাখায় মেসার্স তানভীর এজেন্সি নামের একটি অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠান ঋণের জন্য আবেদন করে। ওইদিনই ঋণের প্রস্তাব প্রধান কার্যালয়ে প্রেরণ করেন আসামিরা। ওইদিনই ঋণের প্রস্তাব অনুমোদন হয়। এরপর ওই একই তারিখে তানভীর এজেন্সিকে বাবুবাজার শাখা থেকে ৯৫ লাখ টাকা ঋণ প্রদান দেখিয়ে তা আত্মসাৎ করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পিপি মো. কবির হোসাইন।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এমআই/জেডএস/এএসআর