আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ভারতে পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আগরতলা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা (উপ-পরিদর্শক) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ১৪ এপ্রিল বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপিত হলেও ভারতের পঞ্জিকা অনুযায়ী ১৫ এপ্রিল (বুধবার) ওই দেশে বাংলা নতুন বছর শুরু হয়।
তিনি আরো বলেন, মঙ্গলবার ভারতের আগরতলা স্থলবন্দরের আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মণিষ বিশ্বাস তাদের নববর্ষ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি আমাদের জানিয়েছেন। বৃহস্পতিবার যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসআই/