ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বব্যাংকের ধারণা ঠিক নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
বিশ্বব্যাংকের ধারণা ঠিক নয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: বিশ্বব্যাংক ধারণা করছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ হবে। তারা ধারণা থেকে এটা বলেছে, তাদের এ ধারণা সঠিক নয়।

কারণ আমাদের কাছে যে তথ্য আছে তাতে জিডিপি সাড়ে ৬ থেকে ৭ এর কাছাকাছি হবে।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের বক্তব্যের পর পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা বলেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-২ সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বলছে গত তিনমাস সবকিছু বন্ধ ছিলো। তাদের ধারণা ভুল। এক্সপোর্ট-ইম্পোর্ট সব আগের মতোই ছিলো। কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানও খোলা ছিলো। কৃষি, শিল্পে রপ্তানি কমেনি। কোনো কারখানা থেকে কারো চাকরি যায়নি। দেশের সব কিছুই ঠিক ছিলো, তবে পরিবহন খাতে খরচ একটু বেশি ছিল।

বিশ্বব্যাংকের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, তিন মাসের জায়গায় ১২ মাস হরতাল হলে কি জিডিপি প্রবৃদ্ধি ২ হবে? আমাদের জিডিপি প্রবৃদ্ধি কোনোভাবেই ৬ এর নিচে হবে না।
 
বিশ্বব্যাংকের জিডিপি মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আমরা ধারণা করেছিলাম জিডিপি প্রবৃদ্ধি ৭ এর উপরে হবে। কিন্তু মাঝে কিছু সময় খারাপ সময় ছিলো। তবে তারা যে ধারণা দিয়েছে তা সঠিক নয়। আমরা আন্তর্জাতিক পন্থা অনুরসরণ করে জিডিপি প্রবৃদ্ধির নির্ধারণ করি। আমাদের কাছে যে তথ্য আছে তাতে সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।

হরতাল অবরোধে ক্ষয়-ক্ষতি প্রসঙ্গে আ হ ম মুস্তফা কামাল বলেন, হরতাল-অবরোধে দেশে সামান্য ক্ষতি হয়েছে। এই ক্ষতি না হলে আরও ২ বিলিয়ন আয় হতো। হরতালে ক্ষতি হয়নি কেউ বলতে পারবে না। হরতালে অনেক মানুষ পুড়ে মারা গেছেন। এটি দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
 
রাজস্ব আয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, এডিপি ও রাজস্ব আয় একইভাবে হয়। অর্থবছরের শেষ তিন মাসে যেমন এডিপি বাস্তবায়ন ভালো হয়। একইভাবে শেষের তিন মাসে রাজস্ব আয়ও ভালো হবে। ৮ মাসে ৭৯ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বাকি মাসগুলো ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আয় হাতে আসবে।
 
ঝিলিমিল হবে মেলবোর্ন: আ হ ম  কামাল বলেন, ঝিলমিল প্রকল্প বাংলাদেশের একখণ্ড মেলবোর্ন হবে। আমি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বলেছি, প্রস্তাব নিয়ে আসুন। ঝিলমিল প্রকল্পের অন্তত তিন কিলোমিটার অস্ট্রেলিয়ার মেলবোর্নের মতো তৈরি করবো। এছাড়া খুব শিগগিরই খানজাহান আলী বিমানবন্দর তৈরি করা হবে। আগামীতে একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেবো। পটুয়াখলীর পায়রায় একটি গভীর সমুদ্র বন্দরও তৈরি করা হবে।
 
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আপনারা অর্থনীতির স্বার্থে এক হোন। ক্রিকেটে যেমন একমঞ্চে থাকেন, একইভাবে অর্থনীতির মঞ্চে থাকেন। দেশের ক্ষতি করে মানুষ পুড়িয়ে রাজনীতি করার মানে হয় না।
 
কালো টাকার জন্য আমরাই দায়ী:  মন্ত্রী বলেন,  টাকা তৈরির জন্য আমরা ও সরকারই দায়ী। অনেক সময় অনেকে গুলশানে ১ কোটি টাকার জমি ৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করে নিবন্ধন করে। এভাবেই আমরা কালো টাকা তৈরি করি।

এ সময় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম ও পরিকল্পনা সচিব সফিকুল আজমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫/আপডেট: ১৬৫৩
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।