ঢাকা: ইসলামী ব্যাংক ইস্ট জোন বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্টে শিরোপা জেতায় খেলোয়ার, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সোমবার (১৩ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংবর্ধনা জানান।
১২ এপ্রিল (রোববার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো এ ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন করে।
এতে বিসিবি নর্থ জোনকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক ইস্ট জোন।
গত ৫ এপ্রিল শুরু হওয়া এ খেলায় মোট চারটি দল অংশ নেয়। ফাইনালের আগে প্রতিটি দল পরস্পরের সঙ্গে একবার করে মুখোমুখি হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ- ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মাহবুব উল আলম ও মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুস সাদেক ভুঁইয়া, মো. শামসুজ্জামান, নজরুল ইসলাম খান, মো. আবদুল জব্বার, মো. শফিকুল মওলা, আবু রেজা মোহা. ইয়াহিয়া ও মো. ইয়ানুর রহমান, ইসলামী ব্যাংক ইস্ট জোনের প্রধান কোচ সারোয়ার ইমরান ও ম্যানেজার হাসিবুল হোসেন শান্তসহ ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহী কর্মকর্তা ও খেলোয়ার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা,এপ্রিল ১৫, ২০১৫
পিআর/এটি/আরআই