ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের সেই প্রহরী পাচ্ছেন ২ লাখ টাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জনতা ব্যাংকের সেই প্রহরী পাচ্ছেন ২ লাখ টাকা আব্দুল ওয়াহাব তালুকদার

ঢাকা: ব্যাংকের সম্পদ রক্ষায় সাহসী ভূমিকা পালন করায় নিরাপত্তা প্রহরী আব্দুল ওয়াহাব তালুকদারকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জনতা ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান এ কথা জানিয়েছেন।



ব্যাংকের পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ এপ্রিল) দিনগত রাত ৯টার দিকে রাজধানীর জিগাতলা জনতা ব্যাংক সাত মসজিদ রোড করপোরেট শাখা লুট করার চেষ্টা করে দুর্বৃত্তরা।

সে সময় কর্তব্যরত নিরাপত্তা প্রহরী মো. আব্দুল ওহাব তালুকদার প্রতিরোধ করার চেষ্টা করেন এবং মাথায় গুরতর আঘাত পান। আহত অবস্থায় ওহাব মোবাইল ফোনে শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক ফাহমিদা রহমানকে ঘটনা জানিয়ে পুলিশের সাহায্য আহ্বান করেন।

শাখা কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওহাব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
পিআর/এটি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।