রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ২৬ জন জামদানি ব্যবসায়ীকে ৮০ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা মিলনায়তনে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, ডাচ-বাংলা ব্যাংকের ভুলতা শাখার ব্যবস্থাপক এ জেড এম কামাল হোসেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন, জামদানি ব্যবসায়ী আব্দুল বারেক, আনিছুজ্জামান খোকন, ইসমাইল হোসেন, হামিদুল্লাহ, মফিজ উদ্দিন, ইব্রাহীম প্রমুখ।
অনুষ্ঠানে জামদানি ব্যবসায়ীরা বলেন, রূপগঞ্জের ঐতিহ্য জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে সব ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ প্রয়োজন। সেই সঙ্গে সরকারিভাবে সব ধরনের সুযোগ-সুবিধা দিলে এ জামদানি উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এতে দেশ-বিদেশে জামদানি রপ্তানি করে লাভবান হবেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসআই