ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালে ১৬শ’ কোটি টাকা সহায়তা দেবে এডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
নেপালে ১৬শ’ কোটি টাকা সহায়তা দেবে এডিবি

ঢাকা: ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ত্রাণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৬২৪ কোটি টাকা সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

তাৎক্ষণিকভাবে ত্রাণ হিসেবে ২৪ কোটি ও পরবর্তীতে আরও ১৬শ’ কোটি টাকা দেবে এডিবি।



সোমবার (২৭ এপ্রিল) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকা কার্যালয়ে নিযুক্ত যোগাযোগ কর্মকর্তা গোবিন্দবারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় আরও জানানো হয়-নেপালে উদ্ধারকাজে সহায়তা ও আহতদের পাশে থাকবে এডিবি।

এডিবি প্রেসিডেন্ট তাকাহিকো নাকা ওই বার্তায় জানান, নেপালে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় এডিবি তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা, খাদ্য এবং খাবার পানি জন্য ২৪ কোটি টাকা দেবে। মানবিক চাহিদা পূরণের এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে অবিলম্বে এই টাকা দেওয়া হবে।

নেপালে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় পুনর্বাসনের জন্য নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় ১৬’শ কোটি দেওয়া হবে বলে ওই বার্তায় জানানো হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ হাজার ৬শ’ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।