ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রামপালসহ সাড়ে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
রামপালসহ সাড়ে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার দ্বিতীয় ব্লকের ভুমি উন্নয়ন সংরক্ষণ বাউন্ডারি নির্মাণ প্রকল্পসহ মোট ৫টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে জাতীয় ‍অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।



সভায় ৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫শ ৫৩ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে জিওবি ৩ হাজার ৯শ ৪৭ কোটি ৬৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১৭ কোটি ৮৫ লাখ টাকা, প্রকল্প সাহায্য ২ হাজার ৫৮৭ কোটি ৫২ লাখ টাকা।

রামপালে আরও একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ ব্লকের ভুমি উন্নয়নের জন্য জমি প্রস্তুত করা হবে এ লক্ষ্য প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পটির চূড়ান্ত ব্যয় ধরা হয় ৪শ ৬২ কোটি ৫৭ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫/আপডেটেড-১৪১৪ ঘণ্টা
এমআইএস/বিএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।