ঢাকা: সোয়ান গার্মেন্ট চালু, শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ এবং সোয়ান শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতারা বলেন, গত এপ্রিল মাস থেকে বে-আইনিভাবে সোয়ান গ্রুপের দু’টি কারখানা বন্ধ করে রাখা হয়েছে। চার মাস বেতন না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। অথচ সোয়ান গার্মেন্ট বন্ধ হওয়ার পর বিভিন্ন সময় শ্রমিকরা প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী, বিজিএমইএসহ সংশ্লিষ্টদের কাছে একাধিকবার ধর্ণা দিয়েছেন।
গত ১২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ঈদের দিনসহ মোট ২০ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিও পালন করেছেন শ্রমিকরা। আন্দোলনের চাপে ইসলামী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) থেকে শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করলেও বাকি পাওনা পরিশোধের কোনো উদ্যোগ নেই তাদের অভিযোগ।
অবিলম্বে সোয়ান গার্মেন্ট শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সমাবেশ থেকে আগামী ২৮ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টায় মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের কার্যকরি সভাপতি সাদেকুর রহমান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সহ-সভাপতি জিয়াউল কবীর খোকন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক মনজুর মঈন, দফতর সম্পাদক এম এ শাহীন, কেন্দ্রীয় নেতা মো. জয়নাল আবেদীন, মো. শাহজাহান, সোয়ান গার্মেন্টের শ্রমিক শেখ ফরিদ, মোর্শেদা আক্তার, মিনতি রানী প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. নুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএইচপি/জেডএফ/এসএস