বেনাপোল (যশোর): ভারতের ব্যবসায়ীদের জন্য সেদেশের জুট কমিশন কর্তৃক নতুন নীতিমালা করায় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাট রফতানি বন্ধ রয়েছে।
শনিবার (১২ সেপ্টম্বর) সকাল ১০টা থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাট রফতানি বন্ধ হয়ে যায়।
তবে বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে অন্যান্য পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য আমদানির ক্ষেত্রে সেদেশের ব্যবসায়ীদের প্রতি ভারতের জুট কমিশন নতুন কয়েকটি নীতিমালা করেছে। এসব শর্ত পূরণ না করলে বাংলাদেশ থেকে পাটের চালান আমদানি করতে পারবেন না ভারতীয় ব্যবসায়ীরা।
তিনি অভিযোগ করেন, ভারত সরকার কোনো পণ্যের আমদানি-রফতানি বন্ধ করতে চাইলে কৌশলে কখনও পণ্যের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয় বা নতুন শর্ত জুড়ে দেয়। এতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে ওই পণ্যের আমদানি বা রফতানি বন্ধ করে দেন।
বেনাপোল বন্দরের পাট রফতানিকারক সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান জাহান শিপিং লাইনসের ম্যানেজার শরিফুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পাট রফতানি না করতে পারলে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার লোকসান হবে।
বেনাপোল চেকপোস্টের কাস্টমস কার্গো শাখা সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তারা পাট ও পাটজাত পণ্য রফতানি বন্ধ সংক্রান্ত কোনো চিঠি পাননি। তবে শনিবার সকাল থেকে এসব পণ্যের ট্রাক পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ গ্রহণ করছে না।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআর