ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে শুরু হচ্ছে আয়কর মেলা-২০১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বরিশালে শুরু হচ্ছে আয়কর মেলা-২০১৫

বরিশাল: সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন, সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই-এ  স্লোগান নিয়ে বরিশালে শুরু হচ্ছে আয়কর মেলা ২০১৫।

১৫ সেপ্টেম্বর থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হবে জাতীয় আয়কর মেলা।



এবারের আয়কর দিবসে বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ছয়টি জেলার সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী ৩৫ জন সেরা করদাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে।

১৫ সেপ্টেম্বর সকালে নগরীর বান্দ রোডের কর ভবন চত্বরে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।

পরে অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ছয় জেলার সর্বোচ্চ এবং দীর্ঘ মেয়াদী ৩৫ জন করদাতাদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী সম্মাননা পুরস্কার ক্রেস্ট তুলে দেবেন।

বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. জাহিদ হাসান জানান, এবারের মেলায় নতুন করদাতাদের জন্য থাকবে ই-টিআইএন রেজিস্ট্রেশন ও পুরাতন করদাতাদের জন্য টিআইএন রি-রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন ফরম সিটিজেন চার্টার সরবরাহ ও জমা দেওয়ার ব্যবস্থা এবং তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া।

এছাড়াও হেল্প ডেক্সের মাধ্যমে করদাতাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া, অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ন জমা দানে সহায়তা, ই-পেমেন্টের মাধ্যমে আয়কর প্রদানের সুবিধা।

মেলা প্রাঙ্গণে করদাতাদের সুবিদার জন্য রাষ্ট্রাত্ত্ব সোনালী ব্যাংক, জনতা ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপন করা হচ্ছে। যাতে করে করদাতারা অস্থায়ী ব্যাংকের বুথগুলোতে আয়করের টাকা পরিশোধ করতে পারেন। মেলাস্থলে ভ্যাট ও সঞ্চয় অধিদপ্তরের অস্থায়ী বুথের মাধ্যমে সেবা প্রদান করারও ব্যবস্থা করা হচ্ছে।

সূত্রে জানা গেছে, সাফল্যের ধারা অব্যাহত রেখে বরিশাল কর অঞ্চল ২০১৫-১৬ অর্থ বছরে ২৫৫ কোটি টাকা কর আদায়ের টার্গেট হাতে নিয়ে কাজ শুরু করেছে। এছাড়া বিভাগের ছয়টি জেলায় আরো ১৮ হাজার নতুন করদাতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।