ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ঈদে আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এ তথ্য জানান।



তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে নতুন এ নোট ছাড়া হবে। যা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।  

দেশে কার্যরত সরকারি-বেসরকারি বিভিন্ন তফসিলি ব্যাংকের ২০টি শাখা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের চারটি বুথ থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে বলে জানান নাজনীন সুলতানা।

ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, এবার ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার নতুন নোট পাওয়া যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকা পর্যন্ত নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।