ফরিদপুর: ভারতীয় সন্ধিসুধা জয়েন্ট পেইন রিলিফ তেল নকল করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশি সরবরাহকারী প্রতিষ্ঠান এশিয়ান স্কাইশপের বিরুদ্ধে। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা বিপুল ঘোষ এ অভিযোগ করেন।
বিপুল ঘোষ অভিযোগ করে বলেন, ১২ দিন আগে মোট দুই হাজার পাঁচশ’ ষাট টাকা খরচ করে ঢাকার হাতিরপুলের মোতালেব প্লাজায় অবস্থিত তেলটির বাংলাদেশি পরিবেশক এশিয়ান স্কাইশপের মাধ্যমে কুরিয়ারে আধা লিটার ওজনের তেল সংগ্রহ করেন তিনি। কিন্তু ব্যবহার করতে গিয়ে দেখেন, সরবরাহ করা তেল নকল। পরে তিনি এশিয়ান স্কাইশপের কাছে এ ব্যাপারে অভিযোগ করলে তাকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আরও আধা লিটার তেল পাঠানো হয়।
বিপুল ঘোষ বলেন, দ্বিতীয় দফায় পাঠানো তেল পরীক্ষা করে দেখা গেছে, সেটিও নকল। শুধু সরিষার তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে তা সন্ধিসুধা জয়েন্ট পেইন রিলিফ তেল হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ সম্পর্কে এশিয়ান স্কাইশপের সত্ত্বাধিকারী রতন সরকার বলেন, এগুলো ভারত থেকে আমদানি করা হয়। এ তেল প্যাকেট আকারে আমাদের কাছে আসে। তেল পরিবর্তনের কোনো সুযোগ আমাদের নেই। তেল যদি পছন্দ না হয়ে থাকে, তাহলে আমি তার (বিপুল ঘোষ) টাকা ফেরত দিয়ে দেবো বলে প্রতিশ্রুতি দিয়েছি।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএসআর